শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদUncategorizedবারো শতাংশ মার্কেট শেয়ার বাড়ানোর লক্ষ্যে সিয়েট টায়ারের ।। টায়ারের দাম...

বারো শতাংশ মার্কেট শেয়ার বাড়ানোর লক্ষ্যে সিয়েট টায়ারের ।। টায়ারের দাম বৃদ্ধির আশঙ্কা ।।

আগামী দুই বছরের মার্কেট শেয়ার আরও ১২ শতাংশ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সিয়েট টায়ার। প্রাকৃতিক রাবারের দাম নজিরবিহীন ভাবে বৃদ্ধির ফলে টায়ারের দাম দুই শতাংশ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিয়েট টায়ারের এমডি ও সিইও জনাব অর্ণব ব্যানার্জি।

সাম্প্রতি চেন্নাই শহরের উপকণ্ঠে শ্রীপেরামবুদুরে সিয়েটের নতুন ট্রাক-বাস রেডিয়াল (টিবিআর) উৎপাদনের প্রসারিত লাইনের উদ্বোধনের কালে এক প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

অর্ণব ব্যানার্জি বলেন, গত কয়েক মাসে সিয়েটের মার্কেট শেয়ার ১% থেকে বেড়ে ৭% থেকে ৮% বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দুই বছরের মধ্যে এই মাইলফলক ১২% -১৩% বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

টায়ারের দাম বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সিয়েটের এমডি বলেন, প্রাকৃতিক রাবারের দাম নজিরবিহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। টায়ারের দাম ১%-২% বৃদ্ধি হওয়া উচিত। তবে দাম বাড়ানোর বিষয়টি প্রতিযোগিতার উপর নির্ভর করবে বলে তিনি জানান।

ভারতীয় টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্য শীর্ষ চার নম্বরের মধ্যে অবস্থানকারী সিয়েট টায়ার ২০২৩-২০২৪ অর্থবছরে ৪৮ মিলিয়নেরও বেশি টায়ার উৎপাদন করেছে। কোম্পানিটি এই সময়ে ১১,৮৯৩ কোটি রুপি টার্নওভার করেছে এবং পরবর্তী তিন বছরে ১৭,০০০ কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে।

শ্রীপেরামবুদুরে প্রসারিত কারখানায় ৬৭০কোটি রুপি বিনিয়োগের ফলে এখনে উৎপাদন ক্ষমতা আগামী ১২ মাসে দৈনিক ১,৫০০ টায়ার উৎপাদন করা হবে। এর মধ্যে প্রতিস্থাপনের জন্য ৪০%, রপ্তানি এবং OEM জন্য যথাক্রমে৩৫% এবং ২৫% নির্ধারণ করা হয়েছে।

চেন্নাইয়ের এই ফ্যাসিলিটি ভারতীয় সিয়েটের ছয়টি প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বড় প্ল্যান্ট হিসেবে আবির্ভূত হবে উল্লেখ সিয়েটের সিইও বলেন, কারখানাটি ভবিষ্যতে উল্লেখযোগ্য বিনিয়োগের সাক্ষী হবে। এই প্ল্যান্টটি থেকে রপ্তানি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইউরোপের বাজারে জন্য বড় ধরনের টায়ার উৎপাদন করা হবে।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ