বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রচ্ছদUncategorizedউৎসবমুখর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ভোট অনুষ্ঠিত।।সভাপতি-রাসেল।। সেক্রেটারি-মজুমদার ।।

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ভোট অনুষ্ঠিত।।সভাপতি-রাসেল।। সেক্রেটারি-মজুমদার ।।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ এর এক্সিকিউটিভ কমিটি ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে জে এফ এম রাসেল ও সেক্রেটারি পদে মশিউর রহমান মজুমদার নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে প্রায় তিনগুণ বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন মশিউর রহমান মজুমদার তবে সভাপতি পদে জে এফ এম রাসেল ১৯ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে ডিরেক্টর পদে এএসএম উদ্দিন পিন্টু সর্বাধিক ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিতরায়ই এবার নির্বাচনে বিজয় হয়েছে বলে অনেকেই মনে কেউ মনে করছে।

উল্লেখ্য, ২৭জুন মঙ্গলবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ১৩৬টি ভোটের মধ্যে ১২৮জন ভোটার তাদের রায় প্রদান করেন।

সুশৃংখল পরিবেশে সুস্থ নির্বাচন করার লক্ষ্যে অ্যাটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন ভোটার ও মিডিয়া কর্মী ছাড়া আর কাউকে ভোটের সময় কেন্দ্র প্রবেশ করতে দেয়নি।

তবে নির্বাচন চলাকালে ভোটার ও প্রার্থীদের পদচারণা নির্বাচনের পরিবেশ উৎসবের রূপ ধারণ করে। ভোট গণনা শেষে রাত সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশন বেসরকারী ভাবে ফলাফল ঘোষণার পর বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই প্রমাণ করে লায়ন্স ক্লাবটি সাংগঠনিকভাবে কতটা ঐক্যবদ্ধ।

প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে জেএফএম রাসেল ৭৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় এবং তার প্রতিদ্বন্দ্বী এম এস আলম পেয়েছেন ৫৫ মোট পান। সিনিয়র সভাপতি পদে এ কে এম আব্দুর রশিদ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সেক্রেটারি পদে মশিউর রহমান মজুমদার প্রায় তিনগুণ ভোট বেশি পেয়ে জয়ী হন। তিনি পেয়েছে ৯৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আহমেদ সোহেল পেয়েছেন ৩৪ভোট।

এছাড়া ভাইস প্রেসিডেন্টের দুটি পদে এমডি রুহুল আমিন পেয়েছেন ৯২ ভোট এবং কামরুল মজুমদার ৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে ডিরেক্টর পদে এএসএম উদ্দিন পিন্টু সর্বাধিক ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তিনি একমাত্র প্রার্থী যিনি তিন অঙ্কের ঘরে ভোট পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

ভোটের হিসাব অনুযায়ী ডাইরেক্টর পদে অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, এটিএম হেলালুর রহমান, এমডি মফিজুর রহমান, ডেইজি ইসলাম, কামরুল হাসান এমডি এ জামান, এমডি মনিরুল ইসলাম, মোঃ হোসেন জাকির, মোঃ এম এ কাশেম, মোঃ এহসানুল হক বাবুল, মোঃ আকাশ রহমানসহ প্রমুখরা।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা আরো যারা নির্বাচিত হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি এডমিন পদে-গোলাম হায়দার মুকুট, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট পদে আবু বক্কর সিদ্দিক, টেলটুইস্টার পদে-জাহাঙ্গীর জয়, ট্রেজারার পদে-মাসুদ রানা তপন, মেম্বারশিপ চেয়ার পদে আনিসুর রহমান টনি, ক্লাব সার্ভিস চেয়ার পার্সোনাল পদে মিজানুর রহমান, এলসিআইএফ পদে অনিক রাজ।

ফলাফল ঘোষণার পর বেসরকারিভাবে নির্বাচিত সভাপতি জেএফএম রাসেল এক প্রতিক্রিয়া বলেন, এই বিজয় লায়ন্স ক্লাবের প্রতিটি সদস্যের বিজয়। সবাইকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এছাড়া নবনির্বাচিত সেক্রেটারি মশিউর রহমান মজুমদার তার প্রতিক্রিয়ায় বলেন, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশন সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভোটাররা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করছেন তা যেন সারা বছর আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেই জন্য সবার সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে যারা সাংগঠনিকভাবে লায়ন্স ক্লাবকে এগিয়ে নিয়ে গেছেন তাদের পক্ষে ভোটারদের রায় গেছে বলে অনেকেই মনে করছে।

নির্বাচনী কার্যক্রম সমাপ্তি কালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাটর্নি মঈন চৌধুরীর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য প্রার্থী, ভোটার সহ মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সময় প্রেসিডেন্ট-সেক্রেটারি সহ নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাইস-গভর্নর শাহ নেয়াজ। আপ্যায়নের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষ হয়। ###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ