বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রচ্ছদUncategorizedএসাইলাম ইন্টারভিউর তারিখ দ্রুত হচ্ছে।।-- অ্যাটর্নি মঈন চৌধুরী।।

এসাইলাম ইন্টারভিউর তারিখ দ্রুত হচ্ছে।।– অ্যাটর্নি মঈন চৌধুরী।।

ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “দি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইস দা বেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড”। এখনে আইন আছে। সবাই আইন জানুন, আইন-মানুন।কখনো নিজের হাতে আইন তুলে নিবেন না। এতে আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। কোন সমস্যা হলে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করুন। সংস্থাই আপনাকে সহায়তা করবে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশিরা নানা ধরনের জটিলতায় সম্মুখীন হচ্ছে তাই সবাইকে সচেতন করার জন্য এসব কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশিদের আমেরিকা থেকে বহিষ্কার করা প্রসঙ্গে মঈন চৌধুরী বলেন, কতজন বাংলাদেশিকে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে এসব তথ্য কেউ জানে না। এসব তথ্য দিতে কর্তৃপক্ষ বাধ্য নয়। তাছাড়া অন্যায় না করলে কারো কোন সমস্যা নেই।

ইমিগ্রেশন প্রসঙ্গ জনাব চৌধুরী বলেন, নিয়ম এখন অনেক কঠোর হলেও ইমিগ্রেশনের সবকিছু আগের মতো চলছে। তবে এসাইলামের তারিখ গুলো এখন এগিয়ে আসছে। ইন্টারভিউ তারিখও তাড়াতাড়ি হচ্ছে।এসাইলাম ফাইল করার এক থেকে দেড় মাসের মধ্যে ইন্টারভিউর তারিখ চলে আসছে।

সবাইকে সচেতন করা প্রসঙ্গে এটর্নি মঈন চৌধুরী আরো বলেন, অনেকেই এটর্নি বা ল’ইয়া ছাড়া বিভিন্ন জনের কাছে পরামর্শ নিয়ে ভুল করছে। পাশাপাশি এতে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। পরামর্শদাতাদের উদ্দেশ্যে বলি ‘কোন কিছু ভালোভাবে না জানলে’ কাউকে হেল্প করে বিপদে ফেলবেন না। মনে রাখবেন এটর্নি ভুল করলে দায়িত্ব তাদের। তাই আবেগের বশবর্তী হয়ে কোন কাজ করবেন না।##

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ