বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রচ্ছদUncategorizedজমে উঠেছে ব্রকলিনের "মান্নান হালাল সুপার মার্কেট"।।

জমে উঠেছে ব্রকলিনের “মান্নান হালাল সুপার মার্কেট”।।

ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে ব্রকলিনের “মান্নানা হালাল সুপার মার্কেটটি। কনি আইল্যান্ড এভিনিউর উপর মনোরম পরিবেশে গত ২৩মে শুক্রবার জমকালো গ্রাউন্ড ওপেনিং এর পর গত ১০ দিন ধরে সেখানে ক্রেতাদের ভিড় লেগেই আছে। বিশেষ করে মেমোরিয়াল ডে সহ বন্ধের দিনগুলো তো ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউ ইয়র্ক তথা ব্রকলিনের অন্যতম বাংলাদেশী অধ্যুষিত এলাকা চার্চ-ম্যাকডোনাল্ড ও কনি আইল্যান্ডের কর্নারে উদ্বোধন হওয়া “” মান্নান হালাল সুপার মার্কেটের মত প্রায় সাড়ে দশ হাজার স্কয়ার ফিট আয়তনের বিশাল কোন হালাল সুপার মার্কেট অত্র এলাকাতে আর নেই। অনেকদিন থেকেই ফ্রেশ মাছ, এইচএমএস দ্বারা সার্টিফাইড করা ফ্রেশ হালাল মাংস, নানা পদের গ্রোসারীসহ ফ্রেশ ভেজিটেবলসের বিশাল সমাহর এক ছাদের নিচে পাওয়ার ক্রেতাদের আক্ষেপ  অবশেষে পূরণ হয়েছে।

একই পণ্যের এত অপশন বা ভ্যারাইটি রাখার মত সুসজ্জিত মান্নান হালাল সুপার মার্কেটি গড়ে ওঠায় এলাকার ক্রেতারা বেশ খুশি মনে বাজার করতে দেখা গেছে। বিশেষ করে বিশটির মত কার পার্কিং এর বড় এলাকা থাকায় ক্রেতারা স্বস্তিতে বাজার করছে।

তাছাড়া ফুললাইন দেশি-বিদেশি ও এশিয়ানদের জন্য যাবতীয় গ্রোসারি থেকে শুরু করে ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ মিড, চিকেন, গোট সহ সবকিছুর ফুললাইন ফ্রোজেন এবং রাইস জাতীয় যা কিছু আছে সব কিছুর পসরা সাজিয়ে রাখা হয়েছে “মান্নান হালাল সুপার মার্কেটে”।

উদ্বোধন হওয়ার পর থেকে মাস ব্যাপী একাধিক পণ্যের বিশেষ মূল্য ছাড় লুপে নিতে ক্রেতাদের বেশি মাত্রায় পণ্য সংগ্রহ করতে দেখা গেছে। তাছাড়া “মান্নান হালাল সুপার মার্কেটের” যাবতীয় পণ্যের দাম এখানে বেশ সস্তা।তাই ক্রেতারা বাজার করছে নিশ্চিন্তে।

উল্লেখ্য প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত নিউইয়র্কের বাঙালীদের বহুল কাঙিত “মান্নান হালাল সুপার মার্কেট” নামক প্রতিষ্ঠান থেকে কালের অভিযাত্রায় এখন চারটি চেইনস্টোর, ফুড ফেয়ার, রেস্টুরেন্ট মিলে ১০টি প্রতিষ্ঠানের বিশাল গ্রুপ পরিণত হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির চেইনস্টোর গুলোর মধ্য রয়েছে “মান্নান হালাল সুপার মার্কেট” জ্যাকসন হাইটস,”মান্নান হালাল সুপার মার্কেট” ওজোন পার্ক,”মান্নান হালাল সুপার মার্কেট”জ্যামাইকা এবং “মান্নান হালাল সুপার মার্কেট”ব্রকলিন শাখা। এছাড়া আব্দুল্লাহ সুপার মার্কেট, ফুড ফেয়ার এবং জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রঙ্কসে মান্নান বেকারির শাখা সমুহ সহ মোট ১০টি প্রতিষ্ঠান নিয়ে মান্নান গ্রুপ এগিয়ে চলছে।

কম দামে মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে নিউইয়র্ক বাসীর সেবা দিয়ে ক্রেতাদের সন্তুষ্ট অর্জন করে মান্নান হালাল সুপার মার্কেট”এখন শুধু এগিয়ে চলছে।###

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ