নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল ঈদ জামাত। আশপাশের এলাকাসহ দূর-দূরান্ত থেকে শত শত মুসল্লি এই ঈদ জামাতে অংশ নেয়। ঈদের নামাজ শুরু হওয়ার আগেই চার্চ ম্যাকডোনাল্ডের পুরো এলাকাটি অগত মুসল্লীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বায়তুল জান্নাহ মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের আয়োজনে মেকডোনাল্ড এভিনিউর বিশাল উম্মুক্ত স্থানে এই ঈদ জামাতে ইমামতী করেন উক্ত মসজিদের খতীব অধ্যাপক মওলানা মহিব্বুর রহমান । মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হাফেজ মওলানা আশ্রাফ উল্ল্যাহ , মাওলানা দিদারুল আলম ও মসজিদ কমিটির সভাপতি হেলাল উদ্দীন এবং সেক্রেটারি ওমর ফারুক।
ঈদের জামাত পুর্ব সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠানে সভাপতি হেলাল উদ্দীন তার স্বাগত বক্তব্যে মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম ফরিদুল মাওলা এবং সাবেক সেক্রেটারী মরহুম আব্দুর রহীম সহ যাদের তাৎক্ষণিক সহযোগীতায় মসজিদটি সম্পূর্ণ সুদমুক্ত ভাবে ক্রয় করা সম্ভব হয়েছিল তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। পাশাপাশি অধ্যাবধি যাদের অনুদানে এই মসজিদ পরিচালনা করা সম্ভব হচ্ছে তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। অনেক বছর পর এই প্রথম বারের মতো পুরো আমেরিকায় সব মুসলিম কমিউনিটি একই দিনে ঈদ পালনের জন্য তিনি শোকরিয়া আদায় করেন। তিনি প্যালেস্টাইন , কাশ্মীর, আরাকানে মুসলমানদের উপর হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ করার পাশাপাশি সারাবিশ্বের সকল মুসলমানের শান্তি ও সম্মৃদ্ধি কামনা করেন।
বিশাল এই ঈদ জামাত পরিচালনায় মসজিদ কমিটিসহ অন্যান্যদের মধ্যে যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম শাহাদাৎ , সহ সভাপতি মাস্টার ইদ্রীস আলম , যুগ্ন সম্পাদক হেলাল উদ্দীন , এসিস্ট্যান্ট ট্রেজারার ফছিউল আলম , সদস্য এমলাক হোসেন ফয়সাল , মঞ্জুর কাদের সোহাগ , ইকবাল হায়দার , আবু সায়েদ আহমেদ , কারী মোহাম্মদ সিরাজ , শাহাব উদ্দীন রানা , মোহাম্মদ জামশেদ , রফিকুল ইসলাম, মোহাম্মদ হানিফ, মসজিদের কাস্টোডিয়ান মৌলানা মোজাম্মেল হোসাইন সহ আরো অনেকেই।
উল্লেখ বাইতুল জান্নাহ মসজিদটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের আয়োজনে গত ১৫ বছর ধরে চার্চ ম্যাকডোনাল্ডের এই উন্মুক্ত স্থানে দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৮২ সালের আগে এলাকার বাঙালি মুসলমানরা ম্যানহাটনে ঈদের নামাজ পড়তে যেত। বায়তুল জান্নাহ প্রতিষ্ঠার পর থেকে প্রথমে মসজিদের ভেতর এবং পরে চার্চ ম্যাকডোনাল্ডোর উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে।
২৩ বছর আগে ৫৬৯ নং চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউর তিন তলা ভবনটি যখন বাইতুল জান্নাহ মসজিদ জন্য কেনার প্রক্রিয়া চলছিল তখন ভবনটির দাম পড়েছিল ৫২৫ হাজার ডলার। পরে ডোনেশন ও কর্জে হাসানা এর মাধ্যমে অর্থ সংস্থাপনের ব্যবস্থা করা হয় । সেই সময় বিশিষ্ট ধর্ম অনুরাগী মরহুম মোহাম্মদ আব্দুর রহিম তাৎক্ষণিক দুই শত হাজার ডলার প্রদান করায় ভবনটি মসজিদের জন্য ক্রয় করতে সহজ হয়। তাই এলাকাসহ বাইরের মুসল্লিরা আজ বায়তুল জান্নাহ মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়াছে এবং ধর্মীয় রীতি-নীতির সহ ইসলামী কালচার ছড়িয়ে দেওয়ার জন্য মসজিদ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। ###