ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ডিএমপি এখন মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কম্পাউন্ডে ডিবি ও সিটিটিসির গ্র্যান্ড রোলকলে তিনি এসব কথা বলেন।
দেশে গত ১০-১২ বছর বড় ধরনের সংকট হয়নি উল্লেখ করে গোলাম ফারুক বলেন, ‘এখনও আমেরিকা, জার্মানি, ফ্রান্সের মতো উন্নত দেশে শপিংমল ও স্কুল-কলেজে জঙ্গি হামলা হয়। কিন্তু বাংলাদেশে এসব নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে পুলিশ।’
তিনি বলেন, ‘জনবল, দক্ষতা ও সক্ষমতায় ডিএমপি সবচেয়ে বড় ইউনিট। অন্যান্য ইউনিট যা করতে পারে না, তা ডিএমপির ডিবি ও সিটিটিসি করে। বর্তমানে এ দুটি ইউনিট মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কেউ সমস্যায় পড়লে ডিবিকে দিয়ে তদন্ত করাতে চান।’
বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খন্দকার গোলাম ফারুক বলেন, সামনে অনেক বড় সংকট আসতে পারে। আইনের মধ্যে থেকে তা মোকাবিলায় ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
এদিকে ডিএমপি সদরদপ্তরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা, মানি এস্কর্ট, জাল নোট শনাক্তসহ আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সমন্বয় সভা হয়। এতে ডিএমপি কমিশনার বলেন, ‘কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ এড়াতে হাটের চৌহদ্দির বাইরে কিংবা সড়কে কোনো গরু রাখা যাবে না। ২৫ জুনের আগে হাটে গরু ওঠানো এবং ব্যবসায়ীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়া যাবে না।’
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, ডিবি-সিটির যুগ্ম কমিশনার, উপকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।