শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদরাজনীতিপাঁচ লাখ টাকার জুতার সাথে দশ লাখ টাকার স্যুট পরে ৪০০ কোটি...

পাঁচ লাখ টাকার জুতার সাথে দশ লাখ টাকার স্যুট পরে ৪০০ কোটি টাকার গাড়িতে চড়েন সাবেক হাসিনা সরকারের পরিচ্ছন্ন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।।

“সে (জাবেদ) রোলস-রয়েস ও দামি জুতা নিয়ে কথা বলতে পছন্দ করে, আমি তাকে বারবার বলছি তোমার কাছে ৩০ কোটি, ৬০ কোটি কিংবা ৭০ কোটি পাউন্ডের সম্পদ আছে। এগুলো যদি লুকিয়ে রাখতে না পারো তাহলে বিপদে পড়বে”। জনৈক রিপন মাহমুদ তার ক্লাইন্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ প্রসঙ্গে কথাগুলো বলেন। বুধবার রাতে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার অনুসন্ধান ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন এই সব তথ্য প্রকাশ করা হয়। 

রিপন মাহমুদ আরো বলেন, বেপরোয়া আচরণের জন্য তাকে (জাবেদ’কে) গত কয়েক মাস ধরে বকা ঝকা করে সাবধান করে বলেছি, সম্পদ লুকিয়ে রাখতে না পারলে পুরো পরিবার বিপদে পড়বে। কিন্তু সে অবুঝের মত আচরণ করে”।

আল–জাজিরা অনুসন্ধানে বলছে, লন্ডন, দুবাই সহ আমেরিকায় সাইফুজ্জামান চৌধুরীর হয়ে তার সব অবৈধ সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের এই রিপন মাহমুদ।

আল–জাজিরার অনুসন্ধানী দলের কাছে,  গত এক দশক ধরে শেখ হাসিনা সরকারের পরিচ্ছন্ন মন্ত্রী হিসাবে পরিচিত সাইফুজ্জামান জাভেদ কিছুটা দাম্ভিকতার সাথে উত্তেজিত কন্ঠে তাঁর বিলাসী জীবনের গল্পে বলতে গিয়ে তার পায়ের জুতা প্রসঙ্গে বলেন, ‘এটা টেইলর-মেডের জুতা। উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে এই জুতা তৈরি করা হয় । চার মাস আগে অর্ডার দিতে হয়। আমি কিনেছি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে। যা বাংলাদেশী মুদ্রার পাঁচ লাখ টাকা। তবে এই কোম্পানিতে ১০ লাখ টাকা দামেরও জুতা আছে।

গায়ে দেওয়া স্যুট প্রসঙ্গে আভিজাত্যের ভঙ্গিতে সাইফুজ্জামান বলেন, প্রতিবার তিনি লন্ডনে গেলে দু থেকে তিন হাজার পাউন্ডের স্যুট কিনেন। সুপার ২০০–স্যুট কেনা হয়, দাম ছয় হাজার পাউন্ড। যা বাংলাদেশী মুদ্রার দশ লাখ টাকা।

অনুসন্ধানী দলের কাছে নিজের লন্ডনস্থ বিশাল বাড়ি সহ সাদা রঙের রোলস-রয়েস গাড়িটি দেখান সাইফুজ্জামান জাভেদ। এই গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর বেশির ভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রার এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তাঁর সম্পদ রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ