শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদরাজনীতিদুবাইতে আরো ২৫০টির বাড়ির খোঁজ।। বিদেশে পাচার হওয়ার সম্পত্তি বেড়ে ১০...

দুবাইতে আরো ২৫০টির বাড়ির খোঁজ।। বিদেশে পাচার হওয়ার সম্পত্তি বেড়ে ১০ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে সাবেক ভূমি মন্ত্রী।।

“তিনি লন্ডনের একটি সেলুনে চুল কাটার জন্য প্রবেশ করার পর দেখলেন সেলুনের টিভিতে আল জাজিরা চ্যানেল চলছে। যা দেখে তাকে বিমর্ষ মনে হয়েছিল”। কথা গুলো ফ্যাসিস হাসিনা সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রসঙ্গে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামীর তার ফেইসবুকে এভাবে লিখেন। লন্ডনে অবস্থান করা সাবেক ভূমি মন্ত্রীকে তাদের টিম গোপনে অনুসরণ করছিল।

দুবাইতে ৩০০টিরও বেশি বাড়ির খোঁজ পেয়েছে উল্লেখ করে জুলকারনাইন সামী জানান, লন্ডনের ৩৬০টি বাড়ি ও যুক্তরাষ্ট্রের ৯টি সম্পত্তি মিলিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান এবং তার সন্তানদের মোট ৭২৩টি বাড়ির দালিলিক প্রমাণ তারা বের করতে সক্ষম হয়েছে। এইসব সম্পত্তির মোট মূল্য ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি। তাই হয়তো সাবেক ভূমিমন্ত্রী মাথায় ক্যাপ পরে নিজেকে আড়াল করে লন্ডন শহরে ঘুরে বেড়াচ্ছে?

এর আগে গত মাসে আল জাজিরার অনুসন্ধান রিপোর্ট ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ উপর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

সেখানে আলাপচারিতায় আল–জাজিরাকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত।যেমনটি আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সত্যি বলতে আমিও।’

এছাড়া রিপোর্টে জনৈক রিপন মাহমুদ তার ক্লাইন্ট প্রসঙ্গে বলেছিলেন, সে (জাবেদ) রোলস-রয়েস, দামি জুতা ও দামী স্যুট নিয়ে কথা বলতে পছন্দ করে। আমি তাকে বারবার বলছি তোমার কাছে ৩০ কোটি, ৬০ কোটি কিংবা ৭০ কোটি পাউন্ডের সম্পদ আছে। এগুলো যদি লুকিয়ে রাখতে না পারো তাহলে বিপদে পড়বে”।

আল জাজিরার রিপোর্টের পর চট্টগ্রামসহ দেশ-বিদেশে পতিত সরকারের নেতৃবৃন্দ সহ মন্ত্রীদের পুকুর চুরির ঘটনাগুলো জনসম্মুখে বেরিয়ে আসে।

অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তির বিষয়ে তদন্তের জন্য দেশটির সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।###

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ