শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদরাজনীতিসংখানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ফ্যাসিজম রুখবে ? না-কি ফ্যাসিস্ট শক্তিকে দ্রুত পুনর্বাসিত করবে।।

সংখানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ফ্যাসিজম রুখবে ? না-কি ফ্যাসিস্ট শক্তিকে দ্রুত পুনর্বাসিত করবে।।

ফ্যাসিজম রুখতে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে বলে অনেকেই মনে করছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলসহ সুশীল সমাজের পক্ষ থেকে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেকেই সরব হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর সহ নির্বাচন কমিশনের নিবন্ধিত বেশ কিছু রাজনৈতিক দল বিভিন্ন আলোচনায় সংখ্যানুপাতিক ব্যবস্থার পক্ষে তাদের মতামত দিচ্ছে। তবে বিএনপি সহ অনেক দলে এর বিপক্ষে অবস্থান নিয়ে তারা ওয়েস্টমিনিস্টার তথা চলমান নির্বাচনী ব্যবস্থার পক্ষে সমর্থন জানিয়েছেন।

১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকার ও তার রাষ্ট্রযন্ত্র সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ তথা মহাজোটকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচিত করেছিল।

তাই ১৯৯১ সাল থেকে ২০০১ সালের তিনটি নির্বাচনকে তুলনামূলক নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখা হয়। এই তিনটি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ একক দল হিসেবে গড়ে ৩৫ শতাংশের উপরে ভোট পায়। পাশাপাশি জাতীয় পার্টি(এরশাদ) ১১ শতাংশ এবং জামায়াতে ইসলামী গড়ে ১০ শতাংশ ভোট পায়। পরপর তিনটি নির্বাচনে এই চারটি দল গড়ে ৯১ শতাংশের উপরে ভোট পেয়েছিল। নির্বাচন কমিশনের নিবন্ধিত বাকি দলগুলো মিলে গড়ে বাকী ৯ শতাংশ ভোট পেয়েছিল।

ভোটাধিকার হরণ, গণহত্যা, গুম, খুনসহ অর্থপাচরের অভিযোগে গত পাঁচই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগকে বর্তমানে ফ্যাসিস্ট হিসেবে জনগন চিহ্নিত করেছে। তাদের শীর্ষ স্থানীয় নেতা কর্মীরা গুরুতর অভিযোগ নিয়ে বর্তমানে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে। গণ বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ইতিমধ্যে সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগও এখন নিষিদ্ধের ঝুঁকিতে রয়েছে।

গণহত্যার কারণে ছাত্র-জনতার ক্ষোভের মুখে অসংগঠিত আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে হেভিওয়েট প্রার্থী দিয়ে নির্বাচন করার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া তীব্র জনরোষের কারণে জনগণ বর্তমানে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই অবস্থায় নির্বাচনে তাদের ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে।

এখন যদি সংখানুপাতিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন হয় এবং সারাদেশে তাদের ১০ শতাংশ রিজার্ভ ভোট সহ ২৫ শতাংশ ভোট পায় তাহলে আওয়ামী লীগকে ৭৫ টি আসন দিতে হবে। তখন দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে পুনরায় ফিরে আসার অধিকার ফিরে পাবে।

সংখ্যানুপাতিক নির্বাচনের কারণে আওয়ামী লীগ যদি ভালোভাবে ঘুরে দাড়ানোর সুযোগ পায় তাহলে ফ্যাসিজম রুখতেই সংখ্যানুপাতিক ব্যবস্থাই ফ্যাসিস্ট শক্তিকে দ্রুত পুনর্বাসনের পথ দেখাবে।####

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ