শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে। তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে উপরোক্ত কথাগুলো বিবিসিকে বলেন।
ভারতে শেখ হাসিনার ১০০তম দিন অবস্থান নিয়ে বিবিসি বাংলাকে পিনাক রঞ্জন চক্রবর্তী আরো বলেন, শেখ হাসিনার বয়স আজকের চেয়ে যদি দশটা বছর কম হত তবু হয়তো মনে করা হত তিনি দেশে ফিরে দলের হাল ধরবে। কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।
অন্যদিকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ভাবছেন তাদের নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা শুধু সময়ের ব্যাপার। কিন্তু ভারত এখনই আগ বাড়িয়ে তা ভাবতে রাজী নয়। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত কোন ঝুঁকি নিতে চায় না এবং তারা আশা করে শেখ হাসিনাও তাড়াহুড়া না করে উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষায় থাকবেন বলে বিবিসি আভাস পেয়েছে।
ভারতের মাটিতে বসে শেখ হাসিনা নিজ বয়ানে কোন বিবৃতি যেন না দেন সেই জন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতিক পুনর্বাসন অদৌ সম্ভব কি-না? ভারত আনুষ্ঠানিক এ বিষয়ে কোনো কথাই বলছে না।
সম্প্রতি একাধিক ফোন আলাপ ফাঁস হওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার বলে মনে করেন বিবিসি। যেহেতু শেখ হাসিনা গৃহবন্দি নয়, রাজবন্দীও নয়, তাই তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। তা ছাড়া তিনি তার ছেলে মেয়েদের সাথে রোজ কথা বলেন। #####